Benign টিউমার (যা ক্যান্সার জাতীয় নয়) সঠিকভাবে অপারেশন করলে রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে দীর্ঘদিন স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।
এটি আসলে মানুষের সাধারণ ভয় এবং ভুল ধারণার প্রতিফলন। সব ধরনের ব্রেন টিউমারের রোগী বেশিদিন বাঁচে না – এই কথা সম্পূর্ণ সঠিক নয়।
বাস্তব তথ্য:
ব্রেন টিউমারের ধরন ভেদে (benign যেমন মেনিনজিওমা, পিটুইটারি অ্যাডেনোমা, বা malignant যেমন গ্লিওব্লাস্টোমা) রোগীর বেঁচে থাকার হার অনেক ভিন্ন।
Benign টিউমার (যা ক্যান্সার জাতীয় নয়) সঠিকভাবে অপারেশন করলে রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে দীর্ঘদিন স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।
Malignant টিউমার এর ক্ষেত্রে (যেমন glioblastoma multiforme) বেঁচে থাকার সময় সীমিত হতে পারে, তবে আধুনিক চিকিৎসা—অপারেশন, রেডিওথেরাপি, কেমোথেরাপি—জীবন অনেকটা বাড়িয়ে দিতে পারে।
অপারেশনের উদ্দেশ্য শুধু জীবন দীর্ঘ করা নয়, বরং রোগীর ব্যথা, খিঁচুনি, চোখে সমস্যা, হাঁটার অসুবিধা—এসব উপসর্গ থেকে মুক্তি দেওয়া, যাতে জীবনটা মানসম্মত হয়।
মানুষের ভুল ধারণা কেন হয়?
অনেক সময় রোগীরা দেরিতে আসেন, ক্যান্সার জাতীয় টিউমার হলে দ্রুত খারাপ হয়, অথবা অপারেশনের পর ফলোআপ ও চিকিৎসা চালিয়ে না গেলে অবস্থা খারাপ হতে পারে। এজন্য বাইরে থেকে মনে হয় সব রোগী বেশিদিন বাঁচে না।
সঠিক বার্তা:
সব ব্রেন টিউমার একরকম নয়। অনেক রোগী অপারেশনের পর দীর্ঘদিন ভালো থাকেন। তাই ভয় না পেয়ে সময়মতো চিকিৎসা নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।