আপনার মোটা পেটের চর্বি আপনার মৃত্যু ফাঁদ। যে কাজগুলো করলে কখনোই ডাক্তারের কাছে যেতে হবে না বা ঔষধ খেতে হবে না।

Zero Medic 11 Jan 2026
আপনার মোটা পেটের চর্বি আপনার মৃত্যু ফাঁদ। যে কাজগুলো করলে কখনোই ডাক্তারের কাছে যেতে হবে না বা ঔষধ খেতে হবে না।

পেটের চর্বি (abdominal belly fat) শুধু দেখতে খারাপ না, এটা শরীরের ভেতরে চলা রোগের একটা সংকেত। এটা মতামত না। এটা বিজ্ঞান।

বিজ্ঞান কী বলে?
PubMed-এ প্রকাশিত গবেষণায় প্রমাণ—
পেটের ভেতরের চর্বি (visceral fat) সরাসরি হার্ট, লিভার, অগ্ন্যাশয় ও রক্তনালীর ক্ষতি করে। এটা ত্বকের নিচের চর্বির চেয়েও বেশি বিপজ্জনক।

পেটের চর্বি থাকলে শরীরে কী ঘটে?
🩸 ইনসুলিন কাজ কম করে
🫀 রক্তনালী শক্ত হয়ে যায়
🔥 শরীরে ক্রনিক ইনফ্ল্যামেশন বাড়ে
ফলে রোগ আসতে থাকে।

পেটের চর্বির সাথে কোন কোন রোগ সরাসরি জড়িত?
❌ হার্ট অ্যাটাক
❌ ডায়াবেটিস (Type 2)
❌ উচ্চ রক্তচাপ
❌ ফ্যাটি লিভার
❌ স্ট্রোক
❌ যৌন সক্ষমতা কমে যাওয়া
❌ কিছু ক্যান্সারের ঝুঁকি, সবই preventable diseases.

বাংলাদেশের জন্য বিষয়টা কেন বেশি গুরুত্বপূর্ণ?
দক্ষিণ এশিয়ার মানুষের ক্ষেত্রে—
BMI স্বাভাবিক হলেও
পেটে চর্বি বেশি জমে, এজন্যই কম মোটা মানুষও হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যায়।

একটা সহজ নিয়ম মনে রাখুন
👉 পেট বড় = ভেতরের চর্বি বেশি
👉 ভেতরের চর্বি বেশি = রোগের ঝুঁকি বেশি এটা বয়সের দোষ না। এটা লাইফস্টাইলের ফল।

ভালো খবর কী?
🎯 পেটের চর্বি সবচেয়ে দ্রুত কমানো যায় যদি সঠিকভাবে করা হয়। ওষুধ দিয়ে না। অস্ত্রোপচার দিয়ে না।
👉 লাইফস্টাইলদিয়ে।

বৈজ্ঞানিকভাবে কী করলে পেটের চর্বি কমে?
✔️ প্রতিদিন অন্তত ৩০–৪৫ মিনিট হাঁটা
✔️ সপ্তাহে ২–৩ দিন পেশির ব্যায়াম
✔️ পর্যাপ্ত ঘুম (৬–৭ ঘন্টা)
✔️ দীর্ঘ সময় বসে না থাকা এই চারটা জিনিস visceral fat কমাতে প্রমাণিত।


খাবারের ক্ষেত্রে বিজ্ঞান কী বলে?
❌ অতিরিক্ত সাদা ভাত
❌ চিনি ও সফট ড্রিংকস
❌ প্রসেসড খাবার
✅ শাক–সবজি
✅ মাছ
✅ ডাল, ছোলা
✅ ওটস / যব
✅ পর্যাপ্ত পানি এগুলো ইনসুলিন ঠিক রাখে → পেটের চর্বি কমে।


শেষ কথা—
🛑 পেটের চর্বি কোনো সৌন্দর্যের বিষয় না
🛑 এটা ভবিষ্যৎ রোগের আগাম সতর্কতা
ভয় পাওয়ার দরকার নেই। সচেতন হলেই যথেষ্ট।

অ্যাপয়েন্টমেন্ট / ভিডিও কনসালটেশন:
01882-580286 | 01320-766504

ডা. মোঃ গওছুল আযম
নিউরোসার্জন ও স্পাইন সার্জন
সহকারী অধ্যাপক, নিউরোসার্জারি বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল